Main Menu

Activites

ডিওএইচএস সংক্রান্ত সংক্ষিপ্ত কার্যাবলীঃ

ডিওএইচএস সংক্রান্ত কার্যাবলী সেনাসদর, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, এমইও এবং ক্যান্টনমেন্ট বোর্ডের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কাজের পর্যায়গুলো নিম্নরূপঃ-

 • সেনাসদর হতে ডিওএইচএস স্থাপনের প্রস্তাব প্রেরণ,
 • এমইও দপ্তর হতে প্রস্তাবিত জমির সিএস ম্যাপ ও দাগ সূচী প্রণয়ন এবং জমির শ্রেণী পরিবর্তনের প্রস্তাব প্রেরণ,
 • সাভূসে অধিদপ্তর হতে প্রাথমিক পর্যায়ে জমির শ্রেণী পরিবর্তনসহ প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ,
 • ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রস্তাবিত জমির প্লট সৃষ্টি ও মাষ্টার প্ল্যান প্রণয়ন,
 • সাভূসে অধিদপ্তর হতে মাষ্টার প্ল্যান অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ,
 • মাষ্টার প্ল্যান অনুমোদনের পর এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ,
 • ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রস্তাবিত এলাকা উন্নয়ন ও প্লটে পিলার স্থাপন,
 • এমইও কর্তৃক প্লটের প্রিমিয়াম ও খাজনা নির্ধারণ,
 • তিন বাহিনীর এবং সিভিল অফিসারদের তালিকা পাওয়ার পর সাভূসে অধিদপ্তর কর্তৃক প্লট বরাদ্দের জন্য লটারী অনুষ্ঠান,
 • প্লট বরাদ্দের প্রস্তাব সরকারী অনুমোদন গ্রহণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ,
 • ক্যান্টনমেন্ট বোর্ডে উন্নয়ন চার্জ পরিশোধের পর এমইও কর্তৃক প্লট গ্রহীতাদের অনুকূলে পজেশন হস্তান্তর,
 • এছাড়াও প্লট এবং প্লটে নির্মিত ফ্ল্যাটের যেকোন ধরনের হস্তান্তর কার্যক্রম অনুমোদনের জন্য সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর হতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।